Daily
“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, মান্না দে- এর এই গানে গায়ে কাটা দিয়ে ওঠেনা এইরকম বাঙালি বোধহয় সত্যিই হাতে গোনা কয়েকজন মাত্র। বাঙালি মানেই ফুটবল প্রেমী। বাঙালির ফুটবলের প্রতি ভালোবাসা তো আর আজ থেকে নয়। ভারতীয় ফুটবলের মক্কা হিসাবে চিহ্নিত করা হয় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে। তবে কালের হাওয়া লেগে যুবকদের মধ্যে থেকে যখন হারিয়ে যাচ্ছে সেই বৃষ্টিতে বা চড়া রোদ্রের মধ্যেও ফুটবলের প্রতি আগ্রহটা, ঠিক তখনই বারাসাতের বিখ্যাত দুর্গা পুজো কমিটি অশ্বিনী পল্লী সার্বজনীন, তাদের ৭১ বছর পূর্তিতে, এবারে তাদের থিমের মধ্যে দিয়ে প্রকাশ করছে এই ভানবনাই ।
সামনেই ফুটবল বিশ্বকাপ। আর ওয়ার্ল্ড কাপ মানেই টান টান উত্তেজনায় ভরা ৯০ টা মিনিট। আর এই ওয়ার্ল্ডকাপের আগেই মানুষের মধ্যে আরো দ্বিগুণ উৎসাহ তৈরি করাই এইবারে তাদের থিমের অন্যতম একটি উদ্দেশ্য। এই বিষয়টা ছাড়াও এই থিম তৈরি করার তাদের মূল উদ্দেশ্য হল, এই যুগের ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার প্রতি হারিয়ে যাওয়া সেই উৎসাহ আর আগ্রহকে ফিরিয়ে আনা। মোবাইল আর ইন্টারনেটকে কিছুটা ত্যাগ করে তারাও যাতে খেলাধূলার মাধ্যমে দেহ ও মনের সুস্থতার অধিকারী হতে পারে।
সত্যি বলতে বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে ফুটবল। আর এর অন্যতম প্রধান কারণ হল খেলার মাঠ না থাকা। যতই সময় এগোচ্ছে ইট পাথরের বহুতল যেন গিলে খাচ্ছে ছেলেপুলেদের খেলার মাঠ। তারাই বা খেলবে কোথায়?এই প্রশ্ন কেও সামনে রাখছে এবার তারা।
সম্পূর্ণ প্যান্ডেলটি তৈরি হবে ফ্লেক্স ও আয়রন পাইপের উপর ভিত্তি করে। সমগ্র প্যান্ডেলে কোথাও চোখে পড়বেনা বাঁশ বা তাবুর মত উপাদানের। থিমের সাথে সাথে এটাও যেনো এক অভিনত্বের ছোঁয়া দিচ্ছে, অশ্বিনী পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এর মাধ্যমে বেশ কিছুটা দিশা পাবে ফ্লেক্সের ব্যবসাও।
ভারতীয় ফুটবলের মক্কা হিসাবে বাংলা খ্যাতি লাভ করলেও, কালের দৌড়ে প্রায় বিলুপ্তির পথে বর্ষার বিকালে সেই কাদা মাখা পায়ে বল নিয়ে দৌড়ানো, ঘড়ির কাঁটায় ৪ টে বাজার অপেক্ষা আর মায়ের হাজার বকুনির পরেও এক ফাঁকে দৌড়ে যাওয়া মাঠের দিকে।
অশ্বিনী পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্দ্যোগে তাদের এবারের থিম কতোটা ইতিবাচক প্রভাব ফেলবে যুব সমাজের চিন্তাধারায় সেটাই লক্ষণীয়।
বারাসাত
বিক্রম লাহা