Daily

সে কি কান্ড! যে বয়সে বাচ্চাকে স্কুলের বইয়ের পড়া মুখস্থ করাতে রীতিমত বেগ পেতে হয় মা বাবাকে, সেই বয়সে আস্ত একখানা বই লেখা? তাও আবার মহাকাশের উপর! এই ছেলে বিস্ময় বালক ছাড়া আর কেউ নয়। অ্যাস্ট্রোফিজিক্সের বই লিখে বিশ্বকে তাক লাগলো কলকাতার রেয়াংশ দাস।
মাত্র ১০ বছর বয়সেই এই অবাক কণ্ড ঘটিয়েছে তিলোত্তমার ছোট্ট রেয়াংশ। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের নানা রহস্য তুলে ধরা হয়েছে খুদের লেখা এই বইটিতে। রয়েছে বিগ ব্যাং থিওরির উল্লেখ। এছাড়াও রয়েছে তারার জীবন চক্র, সৌর জগত্, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির উল্লেখ।
মাত্র ৫ বছর বয়স থেকেই ফিজিক্সের নানা বই পড়তে শুরু করে এই বিস্ময় বালক। ছোটবেলা থেকে খেলার জিনিস বলছে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিডিও দেখা। মহাকাশ সম্বন্ধে রেয়াংশের ধারণা বেশ স্পষ্ট, জানিয়েছেন গবেষক নন্দিতা সাহা। রাতের আকাশের আলোকবিন্দু আসলে কি? সেই কৌতূহল দূর করতেই, পড়াশুনো শুরু করে এই খুদে। আর লিখে ফেলে আস্ত একটা বই।
ব্যুরো রিপোর্ট