Daily

ট্যাক্সি, তাও উড়ন্ত, মানে নভচর ট্যাক্সি। বিশ্বাস হচ্ছে না? আগামী পাঁচ বছর, খুব বেশি হলে নয় বছর, এমনটাই বাস্তবায়িত হতে চলেছে। জল-ট্যাক্সি, স্থল-ট্যাক্সি আর এবার, আকাশ-ট্যাক্সি।
আগামী ২০২৫ সালের মধ্যেই উড়ন্ত ট্যাক্সি আনতে চলেছে হুন্ডাই। একই সুর শোনা গেছে আমেরিকার জেনেরাল মোটরস তরফে। তবে এক্ষেত্রে সময়সীমা খানিক বেশি, ৯ বছর। হুন্ডাই এর তরফে যে গাড়িটি আসতে চলেছে সেটি সর্বাপেক্ষা ৫-৬ জন যাত্রীকে নিয়ে উড়তে পারবে। অন্যদিকে জেনেরাল মোটরস তরফে তৈরি ট্যাক্সিটি উত্তরণের জন্য কোনো হাইরাইজ বা বহুতলের সাপোর্ট দরকার। এছাড়াও স্পিড থাকছে ৮৮কিমি/ ঘন্টা।
গাড়ির বিষয়ে বেশ সতর্ক আমেরিকার জেনেরাল মোটরস। চলছে পরীক্ষা নিরীক্ষা। সব কিছু পর্যবেক্ষণ করে তবেই বাজারে আসতে চলেছে এই উড়ন্ত ট্যাক্সি। প্রয়োজনে এই গাড়ি বাজারে আসার সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাদুটি।
ব্যুরো রিপোর্ট