Daily

আজ সকাল ১১ টায় রাজ্যে বিধানসভার অধিবেশনের আহ্বান করা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখরের বক্তব্য দিয়ে এই অধিবেশন শুরু হবে। স্পিকারেরও নির্বাচন হবে আজ । প্রাক্তন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেই আবার স্পিকার পদের জন্য মনোনীত করেছে টিএমসি। অন্যদিকে, বাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিজেপি বিধানসভা অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচনের পরে রাজ্যের হিংসা নিয়ন্ত্রণ না করা পর্যন্ত তার দলের নবনির্বাচিত বিধায়করা এই অধিবেশনে যাবেন না, যতক্ষণ না তাদের বিধায়করা পুরো সুরক্ষা পান, ততক্ষণ তারা এই সিদ্ধান্তে বহাল রাখবেন বলে সাফ জানিয়েছেন।
ব্যুরো রিপোর্ট