Daily
হাওড়ার শিবপুর থেকে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বললেন, বিধানসভার অধ্যক্ষ তাঁর নিজের পদের গরিমা বজায় রাখুন। বিরত থাকুন রাজ্যপালের বিরুদ্ধে বিবৃতি দেওয়া থেকে।
বরাবরই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের চলছে বিভিন্ন বিষয়ে মুখোমুখি সংঘাত। কখনও এই লড়াইয়ের হাতিয়ার টুইটার, আবার কখনও এই লড়াইয়ের মাধ্যম সংবাদমাধ্যম। আজকে হাওড়ার শিবপুরে প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তোপ দাগলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল জগদীপ ধনখড়। আজকের সাংবাদিকদের সামনে বিধানসভার অধ্যক্ষ পদের গুরুত্ব নিয়ে কি বললেন তিনি শুনুন।
সম্প্রতি, হাওড়া পুরসভার সংশোধনী বিলে রাজ্যপাল সই করছেন না এমনটাই অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যপালের বক্তব্য, বিধানসভার অধ্যক্ষ যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন সেটা ঠিক নয়। উলটে রাজ্যপাল এদিন হাওড়ার শিবপুরে দাঁড়িয়ে অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিল সংক্রান্ত কোনও নথি পাঠান নি রাজ্যপালকে। রাজ্য বিধানসভার স্পিকার রাজ্যপালের বিরুদ্ধে কি অভিযোগ আনলেন শুনুন আরও একবার তাঁর মুখ থেকে।
যদিও রাজ্যপালের অভিযোগ সম্পর্কে রাজ্য বিধানসভার স্পিকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই জানাও যায়নি তাঁর বক্তব্য।
তবে যেভাবে, রাজ্যপাল ধনখড় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিদিনই কোন না কোনভাবে বোমা বর্ষণ করেন, সেখানে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফরে রাজ্যপালের বিরুদ্ধে সরকারের সঙ্গে অসহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে আনা হলেও তাতে যে খুব একটা কাজ হয়েছে তা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বিক্রম লাহা