Daily

রূপান্তরকামীদের জন্য টিকাকেন্দ্র গড়ে নজির তৈরি করল অসম। বলা যেতে পারে এই ধরণের টিকাকেন্দ্র গোটা দেশে প্রথম।
অসম স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই গুয়াহাটির এই টিকাকেন্দ্রে প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে। শুরুর দিনই ৩০ জন রূপান্তরকামী এই টিকাকেন্দ্র থেকে প্রতিষেধক নেন। অসম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং অসম গভর্নমেন্টস ওয়েলফেয়ার বোর্ডের সহযোগী উপ-চেয়ারপার্সন স্বাতী বিধান বড়ুয়া জানান, রূপান্তরকামীদের উপার্জনের মূল উৎস ভিক্ষাবৃত্তি। এই কারণে প্রচুর মানুষের সংস্পর্শে তাঁদের আসতে হয়। ফলে সংক্রমণের আশঙ্কাও থাকে অনেকটা বেশি।
স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানিয়েছিলেন স্বাতী বিধান বড়ুয়া। স্বাস্থ্য দফতর তাঁর সেই আবেদনকে গুরুত্ব দিয়েছে। এখন প্রতিটি জেলায় অন্তত একটি করে রূপান্তরকামীদের জন্য টিকাকেন্দ্র তৈরি করার ভাবনা চিন্তা করছে প্রশাসন।
ব্যুরো রিপোর্ট