Prime
Daily
অন্তর্বর্তী জেলা সফরে নিষেধাজ্ঞা জারি করল অসম
By Business Prime News | May 18, 2021
Daily
করোনা ঠেকাতে আরও কঠোর হল অসম। রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর জারি করল নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, আগামী ১৫ দিন অসমে এক জেলা থেকে অন্য জেলায় মানুষ এবং গাড়ির প্রবেশে রাখা হল নিষেধাজ্ঞা।
জানা গিয়েছে প্রতিদিনই এক জেলা থেকে অন্য জেলায় মানুষের যাতায়াত বহাল আছে। সংক্রমণ ঠেকানোর জন্য যা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে অসম বিপর্যয় মোকাবিলা দফতর।
উল্লেখ্য, সোমবারেও অসমে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৩৯৪ জন। এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। যদিও সামান্য হলেও কমেছে পজিটিভিটি রেট।
ব্যুরো রিপোর্ট