Daily
ইন্টারনেট পরিষেবার যুগে কেবিল টিভি অপারেটরদের অবস্থা তথৈবচ। আধুনিক প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষে কোলকাতায় অনুষ্ঠিত হল কেবিল টিভি শো-এর মেগা মেলা। গত ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সায়েন্সসিটির মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত ছিল সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা। এই মেগা ফেয়ারে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রায় ৫০০ কেবিল অপারেটর। প্রতিবেশি দেশ বাংলাদেশ ছাড়াও এই আসরে উপস্থিত ছিলেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ অনান্য দেশের প্রতিনিধিরাও। পাশাপাশি, ভারতের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ী এবং প্রযুক্তিবিদরাও উপস্থিত ছিলেন তিনদিন ব্যাপী এই মেগা ফেয়ারে।
ইন্টারনেটের ব্যবহার সহজ হওয়ায় মানুষ এখন স্মার্ট টিভির দিকেই ঝুঁকছে। কাজেই সংকটে রয়েছে কেবিল টিভি অপারেটররা। গত দুবছরে টেকনোলজিতে একটা বিশাল পরিবর্তন এসেছে। মূলত ডিজিটাল প্রযুক্তি এবং ফাইবার অপটিক্সের স্টল গুলি ছাড়াও ইন্টারনেট বা ব্রডব্যান্ড পরিষেবা আরো দ্রুত এবং ত্রুটিমুক্ত চালু করতে এই মেলার আয়োজন করা হয়।
তথাকথিক অ্যানালগ পরিষেবার থেকে ধীরে ধীরে ডিজিটাল পরিষেবার দিকে এগচ্ছেন ব্যবসায়ীরা। ডিজিটাল সেটটপ বক্স প্রদান থেকে শুরু করে অনান্য পরিষেবাতেও কোন ত্রুটি নেই। অতিমারির কারণে যে ব্যাপক লসের মধ্যে দিয়ে ব্যবসায়ীরা গিয়েছেন, সেই ক্ষতি এই ডিজিটাল প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাই এই মেলায় উপস্থিত এক্সপার্টদের থেকে পুরো বিষয়টা ভালো করে জেনে নেওয়ার সুযোগ থাকায়, খুশি তারা। ২৮ টি প্যাভিলিয়ন এবং ১০০ টিরও বেশি স্টল নিয়ে তৈরি এই মেলা প্রাঙ্গনে উপস্থিত এক্সপার্টরা কী বলছেন মেলা সম্বন্ধে, শুনে নেব। তিনি বলেছেন কেবিল টিভি পরিষেবা যদি মানুষের দোরগোড়ায় সহজ লভ্য করতে হয় সেখানে ট্যাক্স এর চাপ টা কমাতে হবে । তাহলে মালামাল আমদানি ক্ষেত্রে সহজ হবে।
উন্নত কেবিল পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই বিভিন্ন দেশের যোগদানের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই মেলা। তবে, বিগত কয়েকবছর অতিমারির কারণে, মেলা আয়োজন করা যায়নি। তবে, লম্বা ব্রেকের পর ফের মেলা আয়োজিত হওয়ায় খুশি কেবিল টিভি ব্যবসায়ীরা।
বিক্রম লাহা
কোলকাতা