Story
কুলিক পক্ষীনিবাস- পরিযায়ী পাখিদের আস্তানা। এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর্ক কলোনির তকমা রয়েছে এই কুলিকের। সারাবছর হাজার হাজার দেশী ও পরিযায়ী পাখিদের কলকাকলি শোনা যায় এই কুলিক অভয়ারণ্যে। আর তার টানেই উত্তরবঙ্গ পর্যটনের অন্যতম হটস্পট কুলিক ফরেস্ট, ভীড় জমান পর্যটকরা। সমীক্ষা বলছে, গত বছর রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে মোট পরিযায়ী পাখি এসেছিল ৯৯,৩৯৩। তার আগের বছর সংখ্যাটা ছিল ৯৮,৭৩৯। আর এবছর?
প্রতি বছরের মত এবছরেও উত্তর দিনাজপুরের জেলার সদর শহর রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে হয় পাখি গননার কাজ। যেখানে বনদফতরের আধিকারিকদের উপস্থিতি ছাড়াও ৫ টি সংস্থা উপস্থিত ছিল। প্রত্যেক বছর মে মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখী উড়ে আসে এখানে। নাইট হেরেন,ওপেন বিল,কর্মরেন্ট,ইগ্রেট,এই চার প্রজাতির টানেই পর্যটকের ভিড় জমে এখানে। এ বিষয়ে রায়গঞ্জ কুলিক বনাঞ্চলের রেঞ্জার প্রমিকা লামা জানান…
মা, বাবা, দুই ছানা- বাসা প্রতি এভাবেই চলে গণনা। তবে, এবছর প্রকৃতিও বিরুপ। রায়গঞ্জে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। পাখিরাও সেভাবে আসেনি। আর সেই জন্যে এবছর পাখির সংখ্যা গত দুবছরের রেকর্ড ছাপিয়ে যাবে কি না, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কর্মরেন্ট এবং ইগ্রেট পাখির সংখ্যা ভালোই রয়েছে বলে জানিয়েছে বনদপ্তর।
অনুপ জয়সওয়াল
উত্তর দিনাজপুর