Daily

ভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারেনি জাপান। টোকিও সহ শহরের বেশ কিছু জায়গায় চলছে তৃতীয় দফার জরুরি অবস্থা। এরই মধ্যে গ্রীষ্মকালীন অলিম্পিক। যা জাপান দেশটির জন্য একেবারেই ঠিক হবে না বলে মনে করছেন অনেকেই। এবার সেই রাস্তায় হাঁটল জাপানের দৈনিক এবং টোকিও ২০২০ অলিম্পিকের অফিসিয়াল অংশীদার আশাহি শিম্বুন। সংক্রমণের ঝুঁকি অনেকটা বাড়তে পারে এই আশঙ্কায় আশাহি শিম্বুনের দৈনিক সম্পাদকীয় পাতায় অলিম্পিক বন্ধ রাখার আহ্বান জানান হয়। জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগাকেও অলিম্পিক বন্ধ রাখার জন্য ভাবনাচিন্তা করার আর্জি জানান হয়েছে।
উল্লেখ্য, অলিম্পিক হওয়া নিয়ে বেশিরভাগ জাপানের মানুষই বিরোধিতা করেছেন। এমনিতেই ভাইরাসের আতঙ্ক ছেড়ে বেরিয়ে আসতে পারেনি প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি। এর মধ্যে অলিম্পিক হলে সংক্রমণের সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। এখন প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছে সূর্যোদয়ের দেশ জাপান।
ব্যুরো রিপোর্ট