Daily

শিব শঙ্কর চ্যাটার্জী,বালুরঘাটঃ ভোট আসে ভোট যায় কিন্তু হাল ফেরে না গ্রামীন জীবনযন্ত্রনার ছবি।গ্রাম থেকে পাশের গ্রামে গিয়ে গাড়ি ধরে শহরে যাতায়াত করবার একমাত্র রাস্তা দীর্ঘ কয়েকদশক সংষ্কারের অভাবে বেহাল। খানাখন্দে ভরা ভাংগা চোড়া রাস্তা পেরিয়ে অসুস্থ্য মানুষজনকে নিকটস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পৌছনের আগেই অনেককেই প্রিয়জনহারা হতে হয়।গ্রামে এখনও পৌছয়নি নলবাহিত পরিশ্রুত পানীয় জল। অথচ উন্নয়নের ঢাক্কিনিনাদের কম্পে কম্পমান এই বাংলা। স্বাধীনতার ৭৪ বছর পরেও এই অনুয়ন্নয়নের চিত্রের দেখা গেল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার চেংগীসপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সানাপাড়া গ্রামে।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ১১নং চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া গ্রামের ভৌগলিক অবস্থান ভারত-বাংলাদেশ সীমান্তের কাটাতার থেকে ঢিল ছোড়া দূরত্বে। গ্রামেই রয়েছে সীমান্তে প্রহরারত বি.এস.এফ-এর সানাপাড়া ক্যাম্প। গ্রামের ভিতর দিয়ে ফরেস্ট সংলগ্ন এলাকা দিয়ে এই পথ চলে গিয়েছে সানা পাড়া হয়ে লক্ষীতলা গ্রাম পর্যন্ত।সীমান্তের কাটা তারের বেড়াকে একপ্রান্তে রেখে অন্যপ্রান্তে থাকা বি এস এফ এর ক্যাম্পকে পাশ কাটিয়ে সানাপাড়া থেকে লক্ষীতলা পর্যন্ত যাওয়া তিন কিলোমিটার রাস্তার হাল দেখলে যে কেউ শিউড়ে উঠতে বাধ্য। নিত্যদিন জরুরী পরিষেবা থেকে স্কুল কলেজ ছুটতে হয় এইসব গ্রামের প্রায় হাজার উপরের বসবাসকারি বাসিন্দাদের।
অনেক দাবি জানাবার পর দীর্ঘ ৪০ বছর আগে বামজমানার প্রথমদিকে একবার ইট পাথরের রাস্তা হয়েছিল বটে। কিন্তু তারপর আর সেদিকে কেউ ফিরে চায় নি। ফলে যা হবার তাই ই হয়েছে। ইট পাথর উঠে বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে বাদবাকি বেশ কিছু জায়গাতো চওড়া মাটির মেঠো রাস্তায় রুপান্তর হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা পেড়িয়ে যাতায়াত করতে যেমন হামেশাই দুর্ঘটনার শিকার হতে হয় গ্রামবাসিদের।তেমন বর্ষায় চরম দুর্ভোগ যেন ললাট লিখন। অথচ প্রত্যেকবার ভোটের আগে কি বাম কি ডান সবপন্থী প্রার্থীরাপ্রচারে গিয়ে অভয় দেন এবার ভোট পেড়লেই হয়ে যাবে।এতো গেল রাস্তার হাল কিন্তু গ্রামগুলিতে রয়েছে এমনকি পানীয় জলের সমস্যাও। গ্রামবাসীদের এও অভিযোগ গ্রামে পানীয় জলের সমস্যা থাকায় কখনো কখনো তারা জমিতে জলের মার্সাল থেকে আবার কখন গ্রামে থাকা বি.এস.এফ ক্যাম্প থেকে জল নিয়ে এসে খেতে বাধ্য হচ্ছেন।বার বার বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন নিবেদন জানিয়েও কোন লাভ হয়নি।