Market

সম্প্রতি প্রতি ডলারের দাম ৮১ টাকা পেরোনোয় দুশ্চিন্তা বাসা বেঁধেছে দেশের জনগণের মাথায়। আর এরই কারণে, মূল্যবৃদ্ধির হার আরো কতটা বাড়বে? এইধরনের প্রশ্ন তো রয়েইছে। এমন সময় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর জেরে অনেকটাই বাড়বে গ্যাস, অপরিশোধিত তেল, গ্যাস ও অন্যান্য পণ্য সামগ্রী আমদানির খরচ। আর এইধরনের জিনিসের আমদানি খরচ বাড়ার ফলস্বরূপ বেশ ভালোরকম বৃদ্ধি পাবে সাধারণ দ্রব্যের দাম।
টাকার দাম কমার মূল কারণ যে আমেরিকায় সুদ বৃদ্ধি, সেই বিষয়ে কমবেশি কারোরই দ্বিধা নেই আর। আমেরিকা মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে সুদ যতদিন বাড়াবে, ডলারের দাম চড়বে ততদিন। আর ভারত কিন্তু এখনও সম্পূর্ণরূপে স্বনির্ভর দেশ নয়। কারণ ভারতকে এখনও গ্যাসের ৫০ শতাংশ এবং তেলের ৮৫ শতাংশ অন্য দেশ থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয়। এসব কারণে আমদানির খরচ বেশ ভালোই বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্রের খবর, পরবর্তী ছ’মাসের জন্য, বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রাখতে দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে ১ অক্টোবর থেকে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই পর্যন্ত দুইবার প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এসবিআইয়ের রিপোর্ট মারফৎ, মন্দা এলে চাহিদা কিছুটা কমবে, এমন আশঙ্কাতেই মূল্যবৃদ্ধির হার মাথা নামিয়েছে বিশ্ব বাজারে কিছু পণ্যের । আর অশোধিত তেলের দাম নামছে ঠিক এই কারণেই। কিন্তু নিম্নমুখী টাকার দাম, সেই সুবিধাতেও জল ছেটাবে বলে আশঙ্কা করছেন একাংশ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ