Daily
করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ভারতে। সংক্রমণের নিরিখে ব্রাজিলকেও টপকে গেল ভারত। বিভিন্ন রাজ্যে সংক্রমণের বহর যখন উদ্বেগ বাড়াচ্ছে তখন দেশের বিভিন্ন প্রান্তে করোনা বিধি না মানার চিত্রই ধরা পড়ছে। একদিকে পাঁচ রাজ্যে যখন বিধানসভা ভোট চলছে অন্যদিকে হরিদ্বারে চলছে কুম্ভ মেলা। সবমিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে।
সংক্রমণ আটকাতে ভোপালে আজ থেকে চালু হল সপ্তাহব্যাপী লকডাউন। চলবে ১৯ তারিখ সকাল ৬টা পর্যন্ত। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকানপাট, বাজার।
মহারাষ্ট্রে সংক্রমণের গ্রাফ ভয় ধরিয়েছে পরিযায়ী শ্রমিকদের মনেও। লকডাউনের কারণে গত বছরের ছবিটা এখনও টাটকা। এবারে তাই আগেভাগেই ফিরতে চাইছেন শ্রমিকেরা। তার জন্য ভিড় দেখা গেল লোকমান্য তিলক বাস টার্মিনাসে।
দিল্লিও কাবু করোনায়। আক্রমণের ভয় আছে পড়ুয়াদের মধ্যেও। শুরু হবে সিবিএসই পরীক্ষা। প্রায় ৬ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেবে এই বছর। সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন। এই বছর বন্ধ থাকুক সিবিএসই-র পরীক্ষা।
একদিকে যখন আতঙ্কের ছবি ধরা পড়ছে তখন অন্যদিকে দেখা গেল উৎসবের মেজাজ। পাঞ্জাবে আজ থেকে শুরু বৈশাখী উৎসব। শিখ নববর্ষে তাই স্বর্ণমন্দিরে দেখা গেল ভিড়। অধিকাংশ পুণ্যার্থীর মুখে মাস্ক দেখা গেল না। উধাও করোনাভীতি।
একই অবস্থা কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরেও। নবরাত্রি উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যের মানুষের জমায়েত হচ্ছে। তবে প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে কিনা যাচাই করছে বৈষ্ণোদেবীর মন্দিরের বোর্ড। জম্মু থেকেই করানো হচ্ছে ভ্যাকসিন টেস্ট।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৬১,৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে প্রতিষেধক। সবমিলিয়ে বলাই যায়, করোনায় কাবু ভারত। কিন্তু উৎসবের মেজাজে করোনা আরও ভয়াবহ হয়ে উঠবে নাতো সেই আতঙ্কই সর্বত্র।।
ব্যুরো রিপোর্ট