Daily

নতুন দফতরের দায়িত্ব নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন সদ্য নির্বাচিত বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও তিনি জানিয়েছেন।
সূত্রের খবর, লো ভোল্টেজের মত সমস্যা কমানো, বিদ্যুৎ চুরিকে শক্ত হাতে ধরা এবং প্রাকৃতিক দুর্যোগেও যাতে বিদ্যুৎ সংযোগে ঘাটতি না হয় সেদিকেও কড়া নজর রাখবেন তিনি। পাশাপাশি তিন বছর কেউ একই পদে থাকলে সেইসকল অফিসারদের বদলি করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
দফতর সূত্র মারফৎ খবর, বিদ্যুৎ দফতরে দক্ষ অফিসার এবং কর্মী তৈরি হতে সময় লাগে। সেক্ষেত্রে তিন বছর অন্তর অফিসার বদলির বিষয়টা কতটা কার্যকরী হবে সেটাই দেখার। তবে গত বছর আম্ফানের সময় প্রায় কয়েক মাস ধরে কয়েক লক্ষ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। উঠেছিল গাফিলতি, দুর্নীতির মত অভিযোগ। সেই প্রসঙ্গেই বিদ্যুৎমন্ত্রী তদন্ত করে অফিসার বদলি সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে অতিরিক্ত খরচ কাটছাঁট করা যায় সেদিকেও নজর দেবেন মন্ত্রী।
ব্যুরো রিপোর্ট