Daily

নতুন দপ্তর। তাই বুঝে নিতে সময় লাগবে। বিদ্যুৎমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর আজকেই প্রথম নিজের দপ্তরে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দপ্তর ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরেই মন্ত্রী অরূপ বিশ্বাসের কথার মিল পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে সারপ্রাইজ ভিজিট দিতেন মুখ্যমন্ত্রী। সেই একি সুরে অরূপ জানালেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঠিকঠাক কাজ করছেন কিনা জানার জন্য তিনিও সারপ্রাইজ ভিজিট দেবেন বিদ্যুতের বিভিন্ন দপ্তরে। একইসঙ্গে তিনি বিদ্যুৎকর্মীদের সব কাজ দ্রুততার সঙ্গে সেরে ফেলার পরামর্শ দিয়েছেন। এবং জানিয়েছেন, এই দপ্তর চালাতে খরচ হয় প্রায় সাড়ে ৮০০ থেকে ৯০০ কোটি টাকা। এই টাকার অঙ্ক কমানোও তাঁর অন্যতম লক্ষ্য।
মানস চৌধুরি, কলকাতা