Daily

বিধানসভার নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে সাগরদীঘিতে হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক।
ধৃতের নাম সুরাজ সেখ(২৫)।পুলিশ সূত্রে খবর,সাগরদীঘি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে নাগাদ সাগরদীঘি সুখি রাজ্য সড়কের উপর মিলকি এলাকায় হাত বদলের আগে সুরাজ সেখ নামের ওই যুবককে আটক করে। তিনটি দেশি পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।ধৃত ওই যুবক বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া এলাকার বাসিন্দা।নির্বাচনের আগে এত পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধারে কপালে চিন্তার ভাঁজ জেলা প্রশাসনের ।ধৃত যুবক নির্বাচনের আগে কার কাছে এই পরিমান আগ্নেয়াস্ত্র হাত বদলের উদ্যেশ্যে নিয়ে এসেছিলো, তার তদন্ত করতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে ।
ফারাক্কা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট