Daily

বি পি এন ডেস্কঃ এসটিএফ এবং পুলিশের যৌথ তল্লাশিতে নাকা চেকিং‘য়ের সময় বিপুল পরিমাণ অস্ত্র সহ বিহারের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকেল চারটে নাগাদ সামসেরগঞ্জ থানার ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন এলাকা চাঁদপুর ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম টেম্পু মন্ডল(৩৮)। তার বাড়ি বিহারের মুঙ্গের জেলার শাখারা গ্রামে। ধৃতের কাছ থেকে একটি ৭.৬৫ এম এম পিস্তল, ১৫০ পিস গুলি এবং মোট চারটি ব্যাগে সাদা ও কমলা রঙের প্রায় ১০ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে পুলিশ। বিহার এলাকা থেকে এই বিস্ফোরকগুলো কোথায় এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিল ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। আজ তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়।