Daily

অবিলম্বে গ্রেপ্তার করা হোক বিশ্বাসঘাতক গনিকে, দাবি আফগান দূতাবাসের। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে গ্রেপ্তার করুক তাজিকিস্তানের ইন্টারপোল – এদিন এমনটাই দাবি জানালো, তাজিকিস্তানের আফগান দূতাবাস। একই সঙ্গে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লা মোহিব এবং গনির প্রাক্তন মুখ্য উপদেষ্টা ফাজেল মাহমুদকে।
সূত্রের খবর, আফগানিস্তান থেকে পালানোর সময় চারটি গাড়ি ভর্তি টাকা, সাথে একটি হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালায় গনি। দেশের প্রতিনিধি হিসেবে, নিজের দেশের নাগরিকদের কি অবস্থা হবে তালিবান আগ্রাসনে, সেসব কিছুই ভাবেননি তিনি। বরং নিজের আখের গুছিয়ে তল্পিতল্পা গুটিয়ে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে গনি। এ কেমন প্রতিনিধি, যে অন্ধকারে দেশের মানুষকে ফেলে রেখে পালায়, নিজের পীঠ বাঁচাতে? কাজেই বিশ্বের অন্যান্য দেশের কাছে গনি এখন এক এবং একমাত্র সমালোচনার বিষয়।
আর ঠিক এই জন্যেই, দেশের সম্পত্তি চুরির অভিযোগে আফগান প্রেসিডেন্ট গনিকে গ্রেপ্তার করার জন্য আওয়াজ তোলে তাজিকিস্তানের আফগান দূতাবাস। আফগান দূতাবাসের দাবি, আন্তর্জাতিক আদালতের হাতে দেশের মানুষের এই সম্পত্তি তুলে দেওয়া উচিত গনির। বিপুল পরিমাণ সম্মতি নিয়ে পালিয়ে গিয়ে প্রথমে ওম্যানে আশ্রয় চায় তিনি। তবে শুধু ওম্যান কেন, তাজিকিস্তান বা উজবেকিস্তান কেউই আশ্রয় দেয়নি গনিকে। আর তাই, গনির বর্তমান অবস্থান নিয়ে রয়েছে একটা বড়োসড়ো ধোঁয়াশা।
ব্যুরো রিপোর্ট