Trending
সুমেরুতে বজ্রপাতে চিন্তায় আবহাওয়াবিদরা। কারণ গ্রীষ্মকালীন দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে এই দৃশ্য অপরিচিত না হলেও সুমেরুর মত বরফে মোড়া এলাকায় যে বজ্রপাতের মত ঘটনা যথেষ্ট বিরল।
পরপর তিনবার সুমেরুর আকাশে আলোর ঝলকানি দেখে এখন রীতিমত চিন্তায় আবহাওয়াবিদরা। তাঁরা অবশ্য এরজন্য প্রত্যক্ষভাবে আবহাওয়াকেই দায়ি করছেন। তাঁদের বক্তব্য, যে হারে পৃথিবীর জলবায়ু পাল্টাচ্ছে আর যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে সুমেরুতে বজ্রপাত হয়ত অদূর ভবিষ্যতে খুব একটা বিরল থাকবে না।
মেরু অঞ্চলে বজ্রপাত না হবার কারণ বরফের আস্তরণ। কারণ বিদ্যুৎ সৃষ্টি করার মত তাপ এই সকল এলাকায় তৈরি হওয়াই কঠিন। কিন্তু বদলাচ্ছে আবহাওয়া। মেরু অঞ্চল বাদ নেই বিশ্ব উষ্ণায়নের হাত থেকেও। ২০১০ সালের ফারাক টানলে বোঝা যায়, গত এক দশকেই বিদ্যুতের ঝলকানি এবং বজ্রপাত দুইই বেড়ে গিয়েছে তিনগুণ। ফলে সুমেরুতে বজ্রপাত আগে যেখানে অতি বিরল দৃশ্য ছিল তা আগামীতে পরিচিত দৃশ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।
ব্যুরো রিপোর্ট