Market

একজন স্বাধীন বোর্ড সদস্য হিসেবে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা রিলায়েন্সের সঙ্গে যুক্ত হতে চলেছেন আরামকো চিফ ইয়াসির আলি রুমায়ন। যাকে বিশ্ব দরবারে রিলায়েন্সের আন্তর্জাতিকরণ বলেই তুলে ধরতে চাইছেন তিনি। বৃহস্পতিবার রিলায়েন্সের সাধারণ বার্ষিক সভায় আরামকোর সঙ্গে রিলায়েন্সের যাত্রা শুরুর কথা ঘোষণা করেন মুকেশ অম্বানি।
আরামকো বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক সংস্থা। আর এই সংস্থাই প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চুক্তিবদ্ধ হল রিলায়েন্সের সঙ্গে। যেখানে রিলায়েন্স তার কোম্পানির ২০% শেয়ার বিক্রি করল সৌদি আরব নির্ভর এই তেল সংস্থাকে। ২০১৯ সাল থেকেই আরামকোর সঙ্গে রিলায়েন্সের জোটবদ্ধ হবার খবর ভেসে আসছিল। কারণ O2C বা অয়েল টু কেমিক্যাল ব্যবসাকে পুরো ঢেলে সাজাতে চাইছিলেন মুকেশ অম্বানি। সেই সূত্রে প্রাথমিক কথাবার্তাও কিছুটা এগোয়। যদিও করোনা পরিস্থিতির কারণে সেই চুক্তি থমকে যায়।
উল্লেখ্য, মুকেশ অম্বানি রিলায়েন্সের O2C ব্যবসাকে একটি স্বয়ং সম্পূর্ণ ক্ষেত্র তুলে ধরতে চাইছেন। আরামকো চিফের সঙ্গে এই চুক্তি রিলায়েন্সকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অনেকটা ওপরে নিয়ে যাবে তা বলাই বাহুল্য।
ব্যুরো রিপোর্ট