Market

অসহযোগিতার অভিযোগ আনল দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই। অভিযোগ আনা হল মাস্টারকার্ডের বিরুদ্ধে। তার জেরেই ব্যান করে দেওয়া হল মাস্টারকার্ডকে। লেনদেনের ক্ষেত্রে তথ্য সংক্রান্ত গাফিলতি থাকার কারণেই ২২ জুলাই থেকে নিষিদ্ধ করে দেওয়া হল মাস্টারকার্ডকে। আর এই কারণে মাস্টারকার্ড এশিয়া আর ক্রেডিট, ডেবিট বা প্রিপেড কার্ডে কোনরকম অনুমোদন দিতে পারবে না।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, লেনদেন সংক্রান্ত আইন, ২০০৭ এর ১৭ ধারা অনুযায়ী এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি আমেরিকান এক্সপ্রেসওয়ে ব্যাঙ্কিং কার্ডকেও অনুমোদন করা থেকে নিষিদ্ধ করে রেখেছে শীর্ষ ব্যাঙ্ক।
সূত্রের খবর, ২০১৮ সালের ৬ এপ্রিল আরবিআই অভিযোগ জানিয়েছিল যে একাধিক লেনদেন সংক্রান্ত তথ্য সঠিকভাবে জমা রাখছে না মাস্টারকার্ড। শীর্ষ ব্যাঙ্ক সতর্ক করে দিয়ে জানায়, দেশ এবং বিদেশ- লেনদেনের জন্য দুটো আলাদা খাত ব্যবহার করতে হবে। এবং গ্রাহকদের সেই তথ্য রাখতে হবে যথেষ্ট সুরক্ষা এবং গোপনীয়তার সঙ্গে। এমনকি প্রতি ৬ মাসে কমপ্লায়েন্স তথ্য জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছিল। যার সবকটিই অমান্য করেছে মাস্টারকার্ড। তবে বর্তমানে যাদের মাস্টারকার্ড রয়েছে তাদের ওপর সেই অর্থে কোন প্রভাব পড়বে না।
ব্যুরো রিপোর্ট