Jobs

বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। উত্তর-পশ্চিম রেল বিভিন্ন ডিভিশনে নিতে চলেছে ২০২৯ জন অ্যাপ্রেন্টিস। শূন্যপদ তৈরি হয়েছে আজমীরে ৪৩৪টি, জয়পুর ডিভিশনে ৪৯৪টি, বিকানিরে ৪২৩টি, যোধপুর ডিভিশনে ৪০৪টি, বি.টি.সি ক্যারেজ আজমীরে ৯৮টি, বি.টি.সি. লোকো আজমীরে ৬৫টি, ক্যারেজ ওয়ার্কশপ বিকানিরে ৩১টি, ক্যারেজ ওয়ার্কশপ যোধপুরে ৭০টি। জানা যাচ্ছে, অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী, প্রথমে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন মিলবে স্টাইপেন্ড। যদিও হোস্টেলের সুবিধে নেই। তবে ট্রেনিং শেষে চাকরি পাওয়াতে নিশ্চয়তা নেই। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। তবে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। যদিও তপশিলী, প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য কোন ফি লাগবে না। তবে সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার যোগ্য শংসাপত্র প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতাঃ
কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫০% নম্বর পেতে হবে মাধ্যমিকে। এছাড়াও এন.সি.ভি.টি-র অনুমোদিত আই.টি.আই থেকে করতে হবে সার্টিফিকেট কোর্স। কোর্স করতে হবে সংশ্লিষ্ট ট্রেডের ওপরে। তবেই আবেদন করার ছাড়পত্র পাওয়া যাবে। আই.টি.আই পাশ বাধ্যতামূলক। পাশ না-করে আবেদন জানালে তা অগ্রাহ্য করা হবে।
বয়সঃ
আবেদন জানানোর জন্য বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। ১০/০২/২০২৩ এর নিরিখে বিচার করা হবে এই বয়সের মাপকাঠি।
উল্লেখ্য, অনলাইনে দরখাস্ত জানানোর শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। আবেদন জানানোর জন্য যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলেও আলাদা কোন বাড়তি সুযোগসুবিধে মিলবে না। মোট শূন্যপদের ১.৫ গুণ প্রার্থী ডাকা হবে নিয়োগের জন্য। সঙ্গে আবেদনকারির নিজস্ব একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে। এছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, এন.সি.সি সার্টিফিকেট, পাসপোর্ট মাপের কালার ফটো এবং সিগনেচার স্ক্যান করে রাখতে হবে। দরখাস্ত জানানো যাবে www.rrcjaipur.in. এবং www.indianrailways.gov.in –এ। বিস্তারিত জানার জন্য নজর রাখুন ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ