Jobs

শুরু হয়ে গেল CTET পরীক্ষার আবেদন প্রক্রিয়া। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অথবা সংক্ষেপে CTET পরীক্ষার আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা দেরি করবেন না। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী টেট পরীক্ষা হবে ১৬ই ডিসেম্বর ২০২১ থেকে ৩রা জানুয়ারি ২০২২এর মধ্যে।
অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ctet.nic.in এই লিংকে গিয়ে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১৯শে অক্টোবর ২০২১। আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৭ হওয়া আবশ্যিক। দুটি পেপারের জন্য আবেদন ফি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ১২০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের জন্য ৬০০ টাকা।
পরীক্ষাটি হবে দুটি পেপারে। পেপার ১ এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বরূপ, উচ্চ মাধ্যমিক ৪৫% নম্বর এবং ডি.এলএড পাশ হওয়া জরুরি। আর পেপার ২ তে আবেদন করতে গেলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক ৫০% নম্বর এবং বি.এল.এড ডিগ্রি থাকতে হবে। চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারেন।
ব্যুরো রিপোর্ট