Daily

ভারতে বিপুল বিনিয়োগ করবে অ্যাপেল। প্রায় দু দশকেরও বেশি সময় ধরে ভারতে কাজ করে যাচ্ছে মার্কিন সংস্থা অ্যাপেল। ভারতে তাদের ব্যবসার প্রসার করার জন্য এবং ভীত মজবুত করতে বিপুল বিনিয়োগের পথে হাঁটছে এই সংস্থা। এর পাশপাশি কর্মসংস্থানেও জোড় দিচ্ছে তারা। সম্প্রতি বেঙ্গালুরুর টেক সামিট ২০২১ এ বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট।
তিনি জানিয়েছেন, কর্মী, অ্যাপ ও অংশীদারদের জুড়ে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থানকে সমর্থন করবে জনপ্রিয় এই সংস্থা। ভারতে অ্যাপলের প্রোডাকশন চেইন দৃঢ় করতে এবং এর পাশাপাশি তাদের কার্যক্রম বিকাশের সাথে স্থানীয় সরবরাহ কোম্পানিগুলিকে যুক্ত করতেই এই বিনিয়োগ করছে তারা। কেবল টিকিয়ে রাখার জন্যই নয়, অর্থনীতির উন্নতির স্বার্থে সংস্থা তাদের পরিষেবাকে অভিযোজনযোগ্য করে তুলবে বলেও আশ্বাস দিয়েছে।
ব্যুরো রিপোর্ট