Market

APPLE এর জন্য চওড়া হচ্ছে ভারতের ভবিষ্যৎ। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, APPLE নিজের ব্যবসার চাকা আরও মসৃণ করার জন্য এবার ভারতের দিকেই ঝুঁকতে পারে। একইসঙ্গে বড়সড় ক্ষতির মুখ দেখতে হতে পারে প্রতিবেশী দেশ চিনকে। তার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, করোনার আক্রমণের কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে শিংপিংয়ের সরকার। ফলে উৎপাদনে ভালো রকম ধাক্কা খাচ্ছে অ্যাপল। আর যে কারণেই অ্যাপলের নজর এবার ভারতে।
বহুদিন ধরেই চিনে APPLE এর আইপ্যাড, ম্যাকবুকের মত অধিকাংশ ডিভাইস ম্যানুফ্যাকচারিং করা হয়। এর অন্যতম কারণ, কম পারিশ্রমিক। অ্যাপলের ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি সময়ে APPLE এর চাহিদা অনুযায়ী চিন যন্ত্রাংশ উৎপাদনে বারবার ব্যর্থ হচ্ছে অতিমারির কারণে। তাই চিনের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে APPLE।
ইতিমধ্যেই সংস্থার সিইও Tim Cook জানিয়েছেন, APPLE উৎপাদন বৃদ্ধির দিকে সবসময় কড়া নজর রাখছে। APPLE তার যন্ত্রাংশ বিভিন্ন দেশেই তৈরি করে থাকে। তার মধ্যে চিনের উপরেই সবচেয়ে বেশি ভরসা করে অ্যাপল। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে চিন উৎপাদনের গ্রোথ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে তাতে সংস্থার প্রয়োজন পড়ছে অন্য একটি দেশের। যেখানে কম পারিশ্রমিক এবং কম উৎপাদন খরচে যন্ত্রাংশ তৈরি হতে পারে। সেদিক থেকে দেখতে গেলে, APPLE এর প্রথম পছন্দ ভারত। স্বাভাবিকভাবেই, APPLE যদি ভারতের উপরে উৎপাদন নির্ভরশীলতা বাড়ায়, তাহলে ব্যবসায়িক দিক থেকে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হতে পারে চিনকে। The Wall Street Journal এর একটি রিপোর্টে বলা হয়েছে, চিনের বর্তমান যা অবস্থা তাতে এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই APPLE এর বিক্রিতে ঘাটতির অঙ্ক পৌঁছে যেতে পারে ৮ বিলিয়ন ডলারে। যা কোনভাবেই মেনে নিতে পারছে না সংস্থা। বরং ভারতে উৎপাদন করলে বিক্রির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। আর তাই APPLE এর নজরে এখন আর চিন নয়, বরং ভারত।