Trending
একে লকডাউন দুয়ে সংক্রমণের সম্ভাবনা। এই উভয় সংকটে পড়েই মানুষের আস্থা বেড়েছে অনলাইন কেনাকাটায়। আর এই সুযোগ নিয়ে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। নিমেষের মধ্যেও অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আতান্তরে পড়ছেন সাধারণ মানুষ। এবার সেই পথ আটকাতেই প্রযুক্তি ব্যবহার করে বড়সড় পদক্ষেপ নিল অ্যাপেল।
অ্যাপেল আইফোন এবং আই ম্যাকে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে। আই ক্লাউড চেনে যার নাম পাসকিজ। কী এই পাসকিজ?
সংস্থা মারফত জানা যাচ্ছে, নতুন এই ফিচারটি অনলাইন পরিষেবায় গ্রাহকদের পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখবে। শুধু টাচ বা ফেস আইডেন্টিটি এই কাজের সুরাহা করে দেবে।
জানা গিয়েছে, আইওএস ১৫ এবং ম্যাক ওএস মন্টরের মডেলে পাওয়া যাবে এই ফিচার। যার ওপর মুভ বিয়ন্ড পাসওয়ার্ড সেকশনে এই প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। যেখানে পাসওয়ার্ডের ঝামেলা থাকবে না। ফলে কমবে হ্যাকিং এর মত ক্রাইম। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট