Market

চিন-তাইওয়ান অশান্তির জেরে এবার ভালোরকম বিপদে পড়ল অ্যাপল। মনে করা হচ্ছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে করে সেপ্টেম্বরে যে নতুন আইফোন ১৪ লঞ্চ করার কথা ছিল, পিছিয়ে যেতে পারে সেই লঞ্চের ডেট। প্রশ্ন উঠছে, চিন এবং তাইওয়ানের মধ্যে এই দ্বন্দের কারণে ব্যবসায় ক্ষতির মুখে পড়বে নাতো অ্যাপল? আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ভাগ্য খুলতে পারে ভারতের।
মনে করা হচ্ছে, দুই দেশের অশান্তির জেরে বিরক্ত অ্যাপল কর্তৃপক্ষ এবার ভারতেও নতুন ফোন তৈরির ব্যপারে তোরজোড় নিতে চলেছে। জানা গিয়েছে, চিনের পাশাপাশি এবার ভারতেও আইফোন ১৪ উৎপাদন শুরু করবে অ্যাপল। এর আগে আইফোন ১৩ লঞ্চ করার সময় চিনের ওপরেই অনেকটা ভরসা রাখে অ্যাপল। লঞ্চের পর অবশ্য ভারতেও এই ফোন উৎপাদন শুরু হয়। কিন্তু আইফোন ১৪-এর ক্ষেত্রে বিষয়টা একেবারে অন্যরকম দাঁড়াচ্ছে। মনে করা হচ্ছে, লঞ্চের সময় ভারতেও আইফোন ১৪ এর উৎপাদন শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাইওয়ান সফর করে গেছেন আমেরিকার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যানসি পেলোসি। এরপর থেকেই চিন এবং তাইওয়ানের মধ্যে পারদ ক্রমশ চড়তে থাকে। তাইওয়ানে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সংস্থা। এখান থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে সেমিকন্ডাকটর। অ্যাপলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাইওয়ানে তৈরি সকল যন্ত্রাংশে মেড ইন তাইওয়ান লিখতে হবে। আর তাতেই কার্যত ফুঁসছে চিন। আর এই দুই দেশের দ্বন্দের কারণেই অ্যাপলের জন্য ভাগ্য চওড়া হচ্ছে ভারতে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ