Daily

Prime
By Business Prime News | July 7, 2021
আরও একবার সুখবর হাতে হাজির টেক জায়ান্ট সংস্থা অ্যাপেল। চলতি বছরের সেপ্টেম্বরে তারা বাজারে আনতে চলেছে নতুন ডিজাইনে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো।
পুরনো মডেলগুলোর রিডিজাইন করেই নয়া মোড়কে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে এই ম্যাকবুক প্রো –এর নয়া মডেল। নতুন এই ডিভাইসে মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি অ্যাপলের নিজস্ব সফল চিপ এমওয়ানের মতো গতিশীল প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে সুত্র মারফত। বর্তমানে অ্যাপল ১৬ ইঞ্চির যে ম্যাকবুক প্রো বাজারে সরবরাহ করছে সেটিতে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়। ভবিষ্যতে এটিও পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।
তবে নতুন ম্যাকবুক প্রো-তে ফ্ল্যাট এজড ডিজাইনের পাশাপাশি মেমোরি কার্ড রিডার, এইচডিএমআই পোর্টসহ আরও কিছু পোর্ট দেয়া হবে বলে জানা গিয়েছে তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে কোম্পানি।
ব্যুরো রিপোর্ট