Trending

আরও স্লিম, আরও হালকা। দেখলেই তাক লেগে যাবে। বিশ্বব্যপী গ্রাহকদের মধ্যে তৈরি হবে ব্যপক চাহিদা। আর সেই বিশ্বাসে ভর করেই অ্যাপলের নতুন মডেল ম্যাকবুক।
বর্তমানে একটি ম্যাকবুকের ওজন মাত্র ১.২ কেজি। এখন তার চেয়েও আরও কম ওজনের ম্যাকবুক আসার কথা বাজারে ছড়িয়ে পড়তেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। আকর্ষণীয় ফিচারের মধ্যে থাকবে, নিজস্ব এম-সিরিজ চিপ এবং এম-ওয়ান চিপ সেট। থাকতে পারে চারটি ইউএসবি পোর্ট। চার্জিংয়েও হতে পারে বেশ বদল। শোনা যাচ্ছে, এমনই দুর্দান্ত ফিচার নিয়ে ম্যাকবুকের নয়া আত্মপ্রকাশ ঘটতে সময় লাগবে আরও কিছুদিন। হয়ত এই বছরের শেষে বাজারে আসতে পারে এই স্লিম ম্যাকবুক। ততদিন গ্রাহকদের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।
ব্যুরো রিপোর্ট