Tech-Talk
ভারতে আরো বেশি মাত্রায় ব্যবসা বাড়াচ্ছে আমেরিকান বহুজাতিক সংস্থা আপেল। এবার ভারতে তৈরি আইকন বিক্রির লক্ষ নিয়েছে আপেল। সম্প্রতি আপেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভারতের নতুন চারটি বিপণী কেন্দ্র খুলতে চায়। যেখানে মূলত বিক্রি করা হবে, মেড ইন ইন্ডিয়ান আইফোন।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, পুণে, বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর এবং মুম্বইয়ে নতুন বিপণি খোলার পরিকল্পনা করছেন তারা। মূলত অ্যাপল স্টোরের সঙ্গে গ্রাহকদের যোগাযোগ বাড়াতেই পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থা।
বেশ কয়েক বছর ধরেই দেখা গেছে, ভারতে বেড়েছে ক্রমাগত আপেলের তৈরি পণ্যের বিক্রি। আইফোনকে ভারতীয় বাজারে মূলত একটি স্ট্যাটাস সিম্বলের রূপান্তরিত করেছে সংস্থা। বিশেষকরে ভারতীয়দের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে আইফোন। ভারতের মতন এত বড় বাজারে আরও বেশি করে পণ্য বিক্রি করবার জন্য, সংস্থা বিভিন্ন finance কোম্পানির সাথে কোলাবোরেশন করে সহজ ইএমআই পদ্ধতিতে চালু করেছে।যাতে করে খুব অল্প ডাউনপেমেন্ট করেই একজন ক্রেতা,এই পণ্যগুলি কিনতে পারবেন।
একটি বেসরকারি রিপোর্ট অনুযায়ী, ভারতে বিকৃত প্রতি ১০ টি আইফোনের মধ্যে ৭টি iphone emi করে কেনা হয়েছে। অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে যাক খুব একটা ইতিবাচক নয়।
২০১৭ সাল থেকে ভারতের মাটিতে আইফোনের উৎপাদন শুরু করেছে সংস্থা। আগামী দিনে ভারতে নির্মিত আইফোন ১৬ প্রো শুধু মাত্র দেশের বিপণিগুলিতেই বিক্রির পাশাপাশি বিদেশেও রফতানি করবরা কথা জানিয়েছে।
বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ