Market

AIR-PODS এ প্রযুক্তির দিক থেকে এক অসামান্য পরিবর্তন আনতে চলেছে প্রিমিয়াম স্মার্ট ফোন প্রস্তুতকারী সংস্থা Apple. খুব সম্ভবত ২০২৪ সালে Apple তাদের পরবর্তী সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করছে। এই সংস্থা প্রায় ৭ বছর আগে air-pod চালু করেছিল।
একটি সমীক্ষায় জানা গেছে যে সারা পৃথিবীতে প্রায় ১ বিলিওনের ও বেশি মানুষ নিরাপদ সীমার বাইরে গিয়ে head-phone ব্যাবহার করেন। ফলে তাদের শ্রবনশক্তি কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সংস্থাটি তাদের নতুন ইয়ারফোনগুলিতে hearing health এবং ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা মাপার মত বৈশিষ্ট্য কার্যকর করার ব্যাপারে বিশেষ ভাবে নজর দিচ্ছে যাতে air-pod ব্যাবহার করার ফলে শ্রবনশক্তি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং এটা ear-phone ব্যাবসার ক্ষেত্রে ভীষণভাবে ইতিবাচক।
Apple vision pro head set এর সঙ্গে আরও গভীর সংযোগ গড়ে তলার জন্য Air-pods এর নতুন মডেলটি উন্নতমানের censor দিয়ে প্রকাশ করা হবে যা গ্রাহকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া Apple, air-pod গুলোতে লাইটনিং পোর্টের পরিবর্তে c type charging port নিয়ে আসার পরিকল্পনাও করছে। ফলে বাজারে যে এই headphone এর চাহিদা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ