Daily

গত মঙ্গলবার এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে দেশের মোট আটটি অ-বিজেপি দলগুলির বৈঠক হয়। বৈঠকে সামিল হন আপ, তৃণমূল সহ বাম দলগুলিও। উল্লেখ্য,উপস্থিত ছিল না কংগ্রেসের কোনো প্রতিনিধি।
তবে কি কংগ্রেস ছাড়াই কোনো তৃতীয় পন্থী দল গঠন করতেই এই বৈঠক? যদিও এনসিপি নেতা শরদ পাওয়ার এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন কংগ্রেসকে বাদ দিয়ে কোনো তৃতীয় শক্তি গঠনের জল্পনা করা হচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এও বলেছেন যে এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক একটি বৈঠক। কংগ্রেস প্রতিনিধিরা হয়তো কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী, সিপিএম নেতা নীলোৎপল বসু, সমাজবাদী পার্টির নেতা ঘনশ্যাম তিওয়ারি, আম আদমি পার্টির নেতা সুশীল গুপ্ত সহ আরও অনেকেই। তবে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এই বৈঠকে। দেশের বেকারত্ব এবং করোনা পরিস্থিতি নিয়েই পর্যালোচনা করা হয় আটটি দলের এই বৈঠকে।
ব্যুরো রিপোর্ট