Prime
Daily
গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় আসছেন অনুব্রত
By Business Prime News | May 27, 2021
Daily
গুরুতর অসুস্থ বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে বৃহস্পতিবার বেলা থেকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই বেড়ে যায়। জ্বরও আছে শরীরে। আচমকা শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করায় বোলপুরে রেখে আর চিকিৎসা করানোর ঝুঁকি নেওয়া হয়নি। তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। মনে করা হচ্ছে, অ্যাপোলো হসপিটালে তাঁকে ভর্তি করা হতে পারে।
গত ২ দিন ধরেই তাঁর শরীরে জ্বর ছিল। শ্বাসকষ্টের সমস্যাও তাঁর পুরনো। বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টের সমস্যা হঠাৎই বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। কলকাতায় তাঁর সঙ্গে আসছেন অনুব্রত কন্যাও। উপসর্গ দেখে মনে করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। যদিও এখনই কিছু বলা সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট