Daily
ঋদি হক, ঢাকাঃ করোনার ঢেউতে আবারও বেসামাল বাংলাদেশ। সংক্রমণের গ্রাফ এতটাই ঊর্ধ্বমুখী যে হাসিনা প্রশাসন একরকম নিরুপায় হয়েই ঘোষণা করেছে আজ থেকে সাতদিনের সপ্তাহব্যপি লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই থাকছে এই লক ডাউনের আওতায়। প্রতিবেশি ভারতে যখন করোনার সংক্রমণ দৈনিক লাখের ঘর ছুঁইছুঁই তখন মিত্রদেশ বাংলাদেশে লক ডাউন সব অর্থেই বেশ তাৎপর্যপূর্ণ।
গত বছরের মার্চ মাস থেকে পর্যায়ক্রমে ৬৬ দিন লক ডাউনের পথে হাঁটে এই বাংলাদেশ। শুরু হয় অর্থনীতির খুঁড়িয়ে চলা। তারপর থেকে সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমলে পর্যায়ক্রমে আনলক পর্ব শুরু হয় বাংলাদেশেও। অতীতের আর্থিক মন্দা কাটিয়ে ওঠার আগেই ফের এক দফা লক ডাউনের ঘোষণা মেনে নিতে পারেন নি বাংলাদেশের ব্যবসায়ি মহল।
তাই গতকাল লক ডাউনের ঠিক আগের দিন রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরায় ধরা পড়ল পরিযায়ী মানুষদের ঢাকার বাসা ছেড়ে বাড়ি ফেরার ছবি। কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লম্বা লাইন। এমনকি শহরের রাজপথে রিকশার জ্যামও ছিল চোখে পড়ার মত। স্টেশনমাস্টার ব্যস্ততার মধ্যেও জানালেন, পণ্য ছাড়া অন্য সব চলাচল বন্ধ থাকবে।
জরুরি অবস্থা ঘোষণার গতকালের চেনা ছবিটার সাথে আজকের সকালে ঢাকার ছবির কোন মিলই নেই। বহু মানুষ শহরের রাজপথে নেমে এসে লক ডাউন বিরোধী বিক্ষোভে সামিল হয়। সংক্রমণ যখন শিয়রে তখন মানুষের এই ঘিঞ্জি জমায়েত উল্টে সংক্রমণের মাত্রাকে বেশ কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশের চিকিৎসকদের একাংশ।