Daily

ফুল বদলে ভুল করেছেন তাঁরা। তাই যাদের গলায় মমতা বিরোধী ক্ষোভ এবং অসন্তোষ নির্বাচনের প্রাক্কালে ধরা পড়েছিল, আজ তাঁরাই বুঝতে পেরেছেন দল বদলে খুব একটা সুবিধে হয়নি। তাই, পদ্মফুলের প্রতি আস্থা হারিয়ে আবারও মমতামুখী হতে চাইছেন অনেকেই। তাই বিজেপিতে যাওয়া ৭-৮ জন বিধায়ক আবারও পুরনো দলকেই বেছে নিতে চাইছেন। তবে কুণাল ঘোষের দাবি, এই গোটা সিদ্ধান্তটাই নেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অসন্তোষের সূত্রপাত যখন তৃণমূলের মুখ হিসেবে অনেক পুরনো কর্মীরাই নির্বাচনী যুদ্ধে লড়াই করার সুযোগ পাননি। পরিবর্তে উঠে এসেছে বহু নতুন মুখ। তারপরেই কার্যত দলের অন্দরে শুরু হয় অসন্তোষের ঝড়। দলত্যাগ করে বিজেপিকেই ভরসা করেন তাঁরা। কিন্তু তৃণমূলের আশাতীত জয়ে এখন তাঁদের গলায় মমতা স্নেহ। যদিও তৃণমূলের বর্ষীয়ান সৈনিক সৌগত রায় স্পষ্ট জানিয়েছেন, আগামী ৬ মাস দলে কেউ এন্ট্রি পাবেন না।
ব্যুরো রিপোর্ট