Daily

শহরের বুকে গড়ে উঠছে আরও এক স্কাইওয়াক। দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরি হয়ে গিয়েছে। কালীঘাটে চলছে স্কাইওয়াক তৈরির কাজ। তবে এসব ছাড়াও আরও এক স্কাইওয়াক পেতে চলেছে শহরবাসী। জানা গিয়েছে, রুবি হাসপাতালের মোড়ে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন লাগোয়া চত্বরেই তৈরি হবে নতুন এই স্কাইওয়াক।
রুবি মোড় শহরের অন্যতম ব্যস্ত একটা ক্রসিং। চার রাস্তার মোড় হওয়ায় এদিক ওদিক থেকে প্রচুর গাড়ি চলাফেরা করে। ফলে নিত্যযাত্রীরা থেকে সাধারণ মানুষদের রাস্তা পার হতে রীতিমত দুর্ভোগ পোহাতে হয়। আর তাই, দুর্ভোগের সুরাহা করতেই এই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রজেক্ট রিপোর্টও জমা পড়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে নতুন এই প্রজেক্টের কাজ।
তবে কাজ শুরুর আগে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। যে জায়গায় পিলার বসবে সেখানে কলকাতা কর্পোরেশনের জলের পাইপ আছে কি না বা সিইএসই-র তার গিয়েছে কি না- খতিয়ে দেখা হবে সেসবও।
ব্যুরো রিপোর্ট