Market

দেশের আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২৫ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, ২০২২-২৩ এর এই বাজেট সেই বিষয়েই কথা বলছে। এখন ৭৫ বছর বয়সী ভারতের সাথে ১০০ বছর বয়সী ভারতের কি কি পরিবর্তন আসে,সেটাই দেখার। রইলো বাজেট নিয়ে বেশ কিছু বড়ো ঘোষণা।
১/৬ কৃষিক্ষেত্রে ডিজিটালাইজড পরিষেবা বিতরণ
কৃষি ক্ষেত্রের উন্নয়নের স্বার্থে, একইসঙ্গে কৃষকদের উন্নত প্রযুক্তি যুক্ত ডিজিটাল পরিষেবা বিতরণের স্বার্থে কিষান ড্রোন পরিষেবা বাড়ানোর ব্যাপারে মুখ খোলেন অর্থমন্ত্রী। এছাড়াও রাসায়নিক কীটনাশকমুক্ত প্রাকৃতিক চাষ ও সার্বজনীন ব্যক্তিগত অংশীদারিত্ব বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি ভোজ্য তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়ে তৈলবীজের ঘরোয়া উৎপাদন বৃদ্ধির দিকে বিশেষ নজর রয়েছে এবারের বাজেট থেকে।
২/৬ ব্যাঙ্কিং পরিষেবায় জুড়ল দেড় লক্ষ পোস্ট অফিস
ঝড়ের গতিতে এগোচ্ছে ডিজিটাল অর্থনীতি। দেশের প্রতিটি কোণে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে রয়েছে এবারের বাজেটের বিশেষ ঘোষণা। প্রায় দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাংকিং পরিষেবার আওতায় নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এবারের বাজেট অধিবেশন থেকে। নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে এটিএম পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং, এবার যাবতীয় ডিজিটাল পরিষেবা পেয়ে যাবেন পোস্ট অফিস গ্রাহকরাও।
৩/৬ বাজেটের নজর যাত্রী সুরক্ষায়
রেল পরিষেবা খাতে এবারের বাজেটে গুরুত্বের বিচারে শীর্ষে রয়েছে কবচ পরিষেবা। রেলওয়েপরিষেবায় এই কবচ প্রযুক্তি আসলে গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সংঘর্ষবিরোধী এই প্রযুক্তি পরিষেবা বাস্তবায়িত হলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা চলে আসবে শূন্যে।
এছাড়াও বাজেটের মঞ্চ থেকে আগামী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন আনার কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। ১০০ টি হাই টেক কার্গো টার্মিনাল পাবে রেলওয়ে সেক্টরগুলি।
৪/৬ নির্মলার মুখে আত্মনির্ভরতার মন্ত্র
বিপর্যস্ত ভারতকে ঘুরে দাঁড় করাতে এবার নির্মলার মুখেও আত্মনির্ভরতার সুর। বরাত বাড়লো প্রতিরক্ষায়। অস্ত্র তৈরি হবে দেশেই। ২০২২-২৩ অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ হল ৫.২৫ লক্ষ কোটি টাকা। একইসঙ্গে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বরাদ্দের ২৫ শতাংশ যাবে স্টার্ট আপ বা শিক্ষা প্রতিষ্ঠানে।
৫/৬ অপ্রচলিত শক্তির সমাবেশ
সৌর শক্তির অভ্যন্তরীণ উৎপাদনকে সহজতর করতে এবং হাই টেক মডিউল উৎপাদনের লক্ষ্যে অপ্রচলিত ক্ষেত্রে বাজেটের বরাদ্দ ১৯,৫০০ কোটি টাকা। আগামী ২০৩০ সালের মধ্যে ইনস্টল করা হবে ২৮০ গিগাওয়াট শক্তি সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প।
৬/৬ বিশ্বমানের ডিজিটাল শিক্ষালয়
চালু হচ্ছে ‘ওয়ান ক্লাস – ওয়ান টিভি চ্যানেল’ পরিষেবার প্রস্তাব রাখলেন নির্মলা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এবার পাবেন নিজের ভাষায় শিক্ষার সুযোগ। প্রতিটি আলাদা বিষয়ের জন্য আসছে ২০০ টি টিভি চ্যানেল।
ব্যুরো রিপোর্ট