Market

দেশে উৎপাদন শিল্পে গতি আনতে এবং আমদানি নির্ভরতা কমাতে গত বছর থেকে বিভিন্ন ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প এনেছে ভারত সরকার। এবার উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের আওতায় এসি বা এলইডি লাইটের মতো দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য তৈরির কারখানা গড়তে জমি বা বাড়িতে বিনিয়োগের উপরে আর্থিক সুবিধা মিলবে না বলে জানাল কেন্দ্র। সম্প্রতি লগ্নি ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দফতরের প্রকাশিত হওয়া নিয়মাবলিতে জানানো হয় এই কথা।
এই প্রকল্পের সুবিধা পেতে আর্জি জানাতে পারবেন যোগ্য সংস্থাগুলি। সময়সীমা ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। তবে জমি বা বাড়িতে লগ্নি যোগ্যতার আওতায় পড়বে না। পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং হাত ফেরতা যন্ত্রপাতিকেও লগ্নি হিসেবে ধরা হবে না বলে জানানো হয়েছে। সংস্থা নির্দিষ্ট বছরে লগ্নি বা বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না পারলে, তারা সেই বছরের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত থাকবেন তারা।
নতুন কারখানা, যন্ত্র, মেশিন, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলিই আর্থিক সুবিধার আওতায় আসবে বলে নির্দেশিকা জারি করেছে ডিপিআইআইটি। প্রোজেক্ট ম্যানেজমেন্ট এজেন্সি এই পুরো প্রকল্পটির তত্ত্বাবধান করবে। দরকারে সংস্থাগুলিকে সাহায্য ও কারখানার খুঁটিনাটি ব্যবস্থা খতিয়ে দেখার কাজ করবে তারা।
ব্যুরো রিপোর্ট