Market

রাজ্যে আবারও বন্ধ হতে চলেছে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শাখা। দেড়শো বছরের প্রাচীন অ্যান্ড্রু ইয়ুল পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে নিতে চলেছে তাদের ব্যবসা। এই সংস্থাটি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে বহুদিন ধরেই রাজ্যের শিল্পক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে এসেছে। জানা গিয়েছে, সংস্থাটি যে তাদের শাখা বন্ধ করে দিচ্ছে, তাতে পর্ষদের সায় মিলেছে। এখন পুরোপুরিভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপ গুটিয়ে নিতে সংস্থাটির সময় লাগবে ৩ মাস।
উল্লেখ্য, রাজ্য তথা কলকাতা থেকে আগেও বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি সংস্থা নিজেদের ঝাঁপ ফেলে দিয়েছে। তার মধ্যে অন্যতম দুর্গাপুর-বার্নপুর সেলের কারখানায় কাঁচামাল সরবরাহকারী বিভাগ। এই নিয়ে ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার কোপ পড়ল অ্যান্ড্রু ইয়ুলের শাখাতে। কলকাতায় এই সংস্থার দুটি কারখানায় কর্মরত ১৬১ জন কর্মীর ভাগ্য কিছুটা হলেও অনিশ্চয়তার ধাক্কায় দুলে উঠেছে।
এই সংস্থাটির মূল ব্যবসা চায়ের। যদিও তারপর ব্রেন্টফোর্ড ইলেকট্রিক অ্যান্ড্রু ইয়ুলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নেয়। তারপরেই তৈরি হয় তাদের বৈদ্যুতিক শাখা। জানা গিয়েছে, প্রযুক্তিগত দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ার কারণে এই সংস্থাটি একটানা ক্ষতির মুখ দেখছিল। এদিকে নিজেদের একেবারে আদ্যপান্ত পাল্টে ফেলে এগিয়ে আসার মত সামর্থ্যও তাদের ছিল না। আর সেকারণেই ভর্তুকির উপর নির্ভর করেই ব্যবসা করার প্রচেষ্টা ছিল অ্যান্ড্রু ইয়ুলের।
এখন প্রশ্ন হচ্ছে, কলকাতায় যদি এই সংস্থাটি নিজেদের ঝাঁপ ফেলে দেয় তাহলে কর্মরত ১৬১ জন কর্মীর ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে? সূত্রের খবর, সেদিক থেকে কর্মীদের বঞ্চিত করবে না এই শতাধিক প্রাচীন সংস্থাটি। নিজের ভাঁড়ার থেকেই যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়ে তবেই রাজ্য থেকে চিরকালের মত পাততারি গোটাবে অ্যান্ড্রু ইয়ুল।
ব্যুরো রিপোর্ট