Daily

আব্দুল হাই, বাঁকুড়াঃ – বালি খোঁড়ার সময় উদ্ধার হলো অতি প্রাচীন একটি বিষ্ণুমূর্তি।সোমবার ঘটনাটি ঘটেছে ওন্দা ব্লকের তপবন সংলগ্ন ঘাটে । কিছু দিনমজুর সেখানে কাজ করতে গিয়ে দেখতে পান একটি পাথর। তারপর সন্দেহ হওয়ায় বালি খুঁড়তে গিয়ে দেখেন বিশালাকৃতির এই বিষ্ণুমূর্তি। খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এই প্রাচীন বিষ্ণুমূর্তি দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসেন। সূত্রের খবর এই মূর্তি কার তা নিয়ে পাশাপাশি দুইটি গ্রামের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে ওন্দা থানার পুলিশ এসে প্রাচীন বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই মূর্তি কোন সময়ের এবং এর ঐতিহাসিক গুরুত্ব কতটা তা নিয়ে কোনো তথ্য জানা যায় নি ।