Trending
এশিয়ার ধনীতম পুত্রের বিয়ে বলে কথা। শুধু ভারত বলে নয়, গোটা বিশ্বের রথী-মহারথীরা উপস্থিত হয়েছেন জামনগরে। ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের জন্য বাবা মুকেশ জলের মত টাকা খরচ করেছেন। শুধু বিয়ে উপলক্ষ্যে অম্বানি পরিবার খরচ করেছে ৫ হাজার কোটি টাকা। যা মুকেশ অম্বানির সম্পত্তির ১ শতাংশ নয়। এতো জাঁকজমক করে বিয়ে, বহু সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের মনে বিরূপ মনোভাব ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে। অনেকেই বলছেন, মুকেশ অম্বানি নাকি বিয়ের মাধ্যমে অর্থের আস্ফালন করেছেন। যেখানে এই টাকা কোন রাজ্যের উন্নতিতে খরচ করা যেতে পারত, সেখানে কয়েক দিনের মধ্যে এই টাকা খরচ করার অর্থ কী সেটাই অনেকে বুঝতে পারছেন না। তবে এসবের সঙ্গে আরেকটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেটা হল, মুকেশ অম্বানির কোন বেয়াই-এর কত সম্পত্তি তার একটা হিসেব নিকেশ করবেন বলে অনেকে কৌতূহল দেখাচ্ছেন। চলুন সেটা একটু জেনে নেওয়া যাক।
জানা গিয়েছে, মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির শ্বশুর বাড়ি নাকি সবথেকে গরিব। মানে মুকেশ তাঁর তিন পুত্র-কন্যার যেখানে যেখানে বিয়ে দিলেন তাঁদের মধ্যে সবথেকে গরিব বেয়াই হলেন অনন্ত অম্বানির শ্বশুর মশাই। ছোট ছেলের বিয়ে উপলক্ষ্যে মুকেশ অম্বানি যেভাবে টাকা খরচ করেছেন, সেটা তাক লাগিয়ে দিয়েছে দেশের বহু আমআদমিকে। জামনগরে ছুটে গিয়েছেন দেশ বিদেশের তাবড় মাথারা। সেটা প্রি-ওয়েডিং থেকে শুরু হয়েছে, চলছে এখনো। প্রি-ওয়েডিং এ ৫২ কোটি টাকা নিয়ে গান গেয়েছেন রিহানা। মঞ্চ মাতিয়েছেন শাহরুখ-সলমন-আমির। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মত গায়ক। এই প্রতিবেদনে আমরা দিচ্ছি আরেকটা চমক। মুকেশ অম্বানির কোন বেয়াই-এর সম্পত্তি কত? তারা কে, কোন ধরণের ব্যবসার সঙ্গে জড়িত? সম্পত্তির নিরিখে মুকেশের কোন বেয়াই এগিয়ে- এই সব কিছুই বলব আজ।
মুকেশ অম্বানি এবং নীতা অম্বানির সন্তানের সংখ্যা তিন। তাঁরা হলেন ইশা অম্বানি, আকাশ অম্বানি এবং অনন্ত অম্বানি। মুকেশ অম্বানির সম্পত্তি কত সেটা আর না হয় নাই বললাম। প্রতি মিনিটে তিনি নাকি লাখ লাখ টাকা রোজগার করেন। আজ তিনি এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। কিন্তু মুকেশের বেয়াইরা ব্যবসার নিরিখে পিছিয়ে নেই। প্রথমে বলি অনন্ত অম্বানির কথা। তিনি বিয়ে করেছেন তাঁর স্কুল জীবনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। রাধিকার বাবা বীরেন মার্চেন্ট কোটিপতির নিরিখে পিছিয়ে রয়েছেন মুকেশের বাকি দুই বেয়াই-এর থেকে। তিনি এনকোর হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা এবং সিইও। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৭৫৫ কোটি টাকা। অবশ্য বলা হয় এনকোরের মার্কেট ক্যাপিটাল ২ হাজার কোটির বেশি। এরপর রয়েছেন আকাশ অম্বানির শ্বশুর বাড়ি। আকাশের সঙ্গে বিয়ে হয়েছে শ্লোক মেহতার। শ্লোকের বাবা হলেন রাসেল মেহতা। রোজি ব্লু ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্লোক মেহতার বাবা। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১৮৪৪ কোটি টাকা। এরপর আছেন ইশা অম্বানি। অজয় পরিমলের ছেলে আনন্দ পরিমলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। মুকেশের তিন বেয়াই-এর মধ্যে সবথেকে বড়লোক এই পরিমল পরিবার। একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে তাঁরা। ওষুধ, ফিনানশিয়াল সার্ভিস, রিয়েল এস্টেটের মত একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিমলের পরিবার। পরিমলের মোট সম্পত্তির পরিমাণ হল ৪.২ বিলিয়ন ডলার। ভারতীয় টাকায় প্রায় ৩৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এই গত অর্থবর্ষেই পরিমল পরিবার আয় করেছে ৯ হাজার ৮৭ কোটি টাকা।
তাহলে দেখলেন তো মুকেশ অম্বানির বেয়াইদের মধ্যে কে রয়েছেন সম্পত্তির নিরিখে এগিয়ে আর কে রয়েছেন পিছিয়ে? আজকের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ