Trending
যখন ধনী এবং দরিদ্রের অসাম্য চরমে, তখন ৫ হাজার কোটি টাকা খরচ শুধু বিয়েতে! কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়েতে এই টাকা খরচ করেছেন মুকেশ অম্বানি। এলাহি আয়োজন, ঢালাও ব্যবস্থা, তাবড় তাবড় দেশ-বিদেশের মাথারা সকলেই এসেছেন বিয়ের অনুষ্ঠানে। ১৪ হাজারের বেশি অতিথি। বলিপাড়া তো ভেঙে পড়েছিলই, একইসঙ্গে বড় বড় রাজনীতিবিদরা, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ- সকলেই ছিলেন ঐ অনুষ্ঠানে। অনেকে এই জাঁকজমকপূর্ণ বিয়ের তীব্র নিন্দা করলেও, সাধারণ মানুষের কৌতূহলের শেষ ছিল না এই অনন্ত অম্বানির বিয়ে নিয়ে। যেভাবে টাকা খরচ হয়েছে, তেমন উপহার পেয়েছেন নবদম্পতি- অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট। প্রমোদতরী, ৬৫০ কোটি টাকার বাড়ি, হেলিকপ্টার- সেই তালিকায় কী নেই। চলুন সেই তালিকায় একবার নজর বোলানো যাক।
বিয়ে উপলক্ষ্যে অনন্ত অম্বানি এবং পুত্রবধূ রাধিকা অম্বানিকে এক প্রাসাদোপ্রম বাড়ি উপহার দিয়েছেন মুকেশ অম্বানি এবং তাঁর স্ত্রী নীতা অম্বানি। সেই বাড়ির মূল্য নাকি ৬৫০ কোটি টাকা। জানা যাচ্ছে, দুবাই-এর সবথেকে এক্সপেন্সিভ জায়গা পাম জুমেরায় সেই বাড়ি কিনে দিয়েছেন মুকেশ-নীতা। সেই বাড়িতে নাকি রয়েছে ১০টি বেডরুম। রয়েছে প্রাইভেট সি-বীচ। এছাড়াও নীতা অম্বানি নাকি পুত্রবধূকে একটি বহুমূল্য গয়না দিয়েছেন। সেই গয়নার মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এছাড়া অনন্ত অম্বানিকে একটি বহুমূল্য গাড়ি উপহার দিয়েছেন বাবা মুকেশ। বেন্টলি কন্টিনেন্টাল জিটিসি স্পিড কার দিয়েছেন তিনি। সেই গাড়ির দাম নাকি ৫.৪২ কোটি টাকা। একইসঙ্গে রাধিকাকে ২১.৭ কোটি টাকা মূল্যের ব্রোচ উপহার দিয়েছেন মুকেশ অম্বানি, নীতা অম্বানি।
এছাড়া মুকেশ এবং নীতা রাধিকাকে একটি চোকার উপহার দিয়েছেন। হিরে-মুক্তো বসানো সেই চোকারের মূল্য নাকি প্রায় ১০৮ কোটি টাকা। এছাড়া অম্বানি পুত্রের বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন কিং খান। জানা যাচ্ছে, এই বিয়ে উপলক্ষ্যে শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী অনন্ত এবং রাধিকাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছেন। যার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। জানা গিয়েছে, সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নাকি ফ্রান্সে অবস্থিত। নবদম্পতিকে আশীর্বাদ করেছেন বিগ বি অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন। উপহার হিসেবে দিয়েছেন পান্না বসানো একটা হার। যার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এই বিলাসবহুল বিয়েতে উপস্থিত ছিলেন রণবীর কপুর এবং তাঁর স্ত্রী আলিয়া ভাট। তাঁরা নবদম্পতিকে উপহার দিয়েছেন মার্সিডিজ। সেই গাড়ির মূল্য নাকি ৯ কোটি টাকা। এছাড়া ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁরাও সোনার হার দিয়েছেন নবদম্পতিকে। সোনার হারের সেই মূল্য নাকি ১৯ লক্ষ টাকা। এছাড়াও অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টকে একটা বহুমূল্য শাল উপহার দিয়েছেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। তাঁদের দেওয়া এই শালের দাম নাকি ২৫ লাখ টাকা। প্রি-ওয়েডিং-এ উপস্থিত থাকতে পারেন নি অক্ষয় কুমার। তবে বিয়ের অনুষ্ঠানে খিলারি সস্ত্রীক উপস্থিত ছিলেন। তাঁরা নবদম্পতিকে একটি সোনার কলম দিয়েছেন যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এছাড়া রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন নবদম্পতিকে দিয়েছেন এক বহুমূল্যের রোলস রয়েস গাড়ি। সেই গাড়ির দাম নাকি ২০ কোটি টাকা। প্রায় একই পথে হেঁটেছেন সলমন খান। তবে তিনি গাড়ি নয়, উপহার দিয়েছেন একটা বাইক। যার দাম নাকি ১৫ কোটি টাকা।
অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন বিখ্যাত ডব্লুডব্লুই খেলোয়াড় জন সিনা। তিনিও নাকি নবদম্পতিকে ৩ কোটি টাকা মূল্যের একটি গাড়ি উপহার দিয়েছেন। গাড়িটি ল্যাম্বরগিনি ব্র্যান্ডের। এছাড়া এই বিয়েতে উপস্থিত ছিলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। তিনি নবদম্পতিকে বুগাট্টি ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন। যার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ ছাপিয়ে গিয়েছেন এদের সকলকে। শোনা যাচ্ছে, তিনি নাকি একটি ব্যক্তিগত বিমান উপহার দিয়েছেন নবদম্পতিকে। সেই বিমানের মূল্য নাকি ৩০০ কোটি টাকা। আর বিয়েতে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের অধিকর্তা বিল গেটস। তিনি অনন্ত এবং রাধিকাকে একটি হিরের আংটি উপহার দিয়েছেন। যার মূল্য প্রায় ৯ কোটি টাকা। সঙ্গে দিয়েছেন এক প্রমোদতরী। তার মূল্য নাকি ১৮০ কোটি টাকা।
তাহলে বুঝলেন তো? যেভাবে জলের মত টাকা খরচ করেছেন মুকেশ অম্বানি, তেমনই বিয়ে উপলক্ষ্যে অনন্ত-রাধিকা পেয়েছেন বহুমূল্য সব উপহার। যার অনেকটাই হয়ত বাদ রয়ে গেল এই তালিকায়। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ