Trending
স্বনির্ভরতাই একমাত্র লক্ষ্য। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। আর সেই মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্বনির্ভর হওয়া ছাড়া গতি নেই। তাই পশ্চিমবঙ্গ সরকারের নয়া সংযোজন ‘আনন্দধারা প্রকল্প’। ২০১২ সালের ১৭ মে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আনন্দধারা প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মূল লক্ষ্যই হল গ্রামীণ এলাকার দারিদ্র্য দূরীকরণ। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়েছেন গ্রাম বাংলার মেয়েরা। উন্নতি হয়েছে গ্রামীণ অর্থনীতির।
স্বনির্ভর গোষ্ঠীগুলির অন্যতম লক্ষ্য হল, প্রশিক্ষণ এবং বিপণনের মাধ্যমে গ্রামবাংলার অর্থনীতিকে চালনা করা। আর এই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছে তারা। এই প্রকল্পেরই দুটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থানের শিরোপা ছিনিয়ে নিল উত্তর ২৪ পরগণা জেলা। সেই উপলক্ষে গত শুক্রবার বারাসাতের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৫৪ জনকে সংবর্ধনা দেন সংশ্লিষ্ট জেলা আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলার সভাধিপতি বীনা মন্ডল, বারাসাতের এসডিও সোমা সাউ, আনন্দধারার জেলা প্রকল্প আধিকারিক সৌরভ সেনগুপ্ত সহ অন্যান্যরা। এই ধরণের সম্মান প্রদান অনুষ্ঠান যে আগামী দিনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে আরও উৎসাহ বাড়িয়ে তুলতে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগণা