Market
পয়লা জুলাই থেকে নিষিদ্ধ হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ভালোরকম চিন্তায় ফেলে দিল আমূল, মাদার ডেয়ারির মত সংস্থাগুলিকে। জানা গিয়েছে, কেন্দ্র মারফত এই নিষেধাজ্ঞা জারির কারণে আমূল, মাদার ডেয়ারির মত সংস্থাগুলি আর প্লাস্টিকের স্ট্র ব্যবহার করতে পারবে না।
ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রের কাছে আর্জি জানায় আমূল। তাদের পক্ষ থেকে বলা হয়, প্লাস্টিকের স্ট্র ব্যবহার যদি আটকে দেওয়া হয় তাহলে ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হবে সংস্হাকে। কারণ গোটা দেশে ৫টাকা থেকে ৩০টাকার মধ্যে বেশি ব্যবহার করা হয় জুস সহ দুগ্ধ জাতীয় নানা প্রোডাক্ট। যেগুলোর সঙ্গে প্লাস্টিকের স্ট্র দেওয়া হত। কিন্তু কেন্দ্রের তরফ থেকে সংস্হাগুলিকে বিকল্প রাস্তা বের করার পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এর ফলে হয়তো কোম্পানিগুলোকে কিছুটা বাধ্য হয়ে কাগজের স্ট্র ব্যবহার করতে হতে পারে। যার দাম প্লাস্টিকের স্ট্রয়ের থেকে ৪ গুণ বেশি। এর ফলে ভবিষ্যতে প্রোডাক্টের মূল্যবৃদ্ধির আশঙ্কাও থেকে যাচ্ছে।