Market

গ্লোবাল ডেয়ারি মার্কেটে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করল আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড অর্থাৎ আমুল কোম্পানি। ৭২০০০ কোটির টার্নওভার পেরিয়ে আমুল এখন দেশের বৃহত্তম এফএমসিজি ব্র্যান্ড।
আজ থেকে ৭৬ বছর আগে ১৯৪৬ সালের ত্রিভুবন্দাস প্যাটেল গুজরাটের আনন্দে এই সমবায় কোম্পানির প্রতিষ্ঠা করেন। মাত্র ৬ টি ইউনিট নিয়ে শুরু হয়েছিল এই কোম্পানি। বর্তমানে গুজরাটে মোট ১৮ টি ইউনিট আছে আমুলের। এই ইউনিটগুলি থেকে রোজ ৩ কোটি লিটারের বেশি দুধ সংগ্রহ করা হয়। সারা বিশ্বে আমুল হল এখন অষ্টম বৃহত্তম দুগ্ধ সংস্থা।
জিসিএমএমএফ এর এমডি ও ইনচার্জ জয়েন মেহতা জানিয়েছেন যে ২০২২-২৩ আর্থিক বর্ষে আমুল তার প্রধান বিভাগগুলিতে ভীষণ ভাল পারফর্মেন্স দেখিয়েছে। দুগ্ধজাত পানীয়ের ক্ষেত্রে ৩৪%, আইস্ক্রিমে ৪০%, মাখনে ১৯%, ঘি তে ৯%, আমুল লং লাইফ মিল্কে ১৬%, দই তে ৪০%, ফ্রেশ বাটার মিল্কে ১৬% এবং ফ্রেশ মিল্কে ২০% বৃদ্ধির সাক্ষী থেকেছে আমুল।
কোম্পানির তরফে জানানো হয়েছে যে আমুলের উপস্থিতি এখন ৫০ টিরও বেশি দেশে। প্রত্যেকটি প্রজন্মের কাছেই এই টেস্ট অফ ইন্ডিয়া ব্র্যান্ড ভীষণভাবে সফল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ