Daily
প্রবল বর্ষণে উপচে পড়েছে ডিভিসি জলাধার। সেই জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত হয়েছে হাওড়া জেলার আমতা দু’নম্বর ব্লক। জল যন্ত্রণা ভোগ করছেন কমপক্ষে দু’ লক্ষেরও বেশী মানুষ। মাঠ বাড়ি সবই আজ জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। দেখুন সেই ছবি। হাওড়া জেলার আমতা দু’নম্বর ব্লকের জলপ্লাবন রীতিমতো প্রশাসনকে চিন্তায় রেখেছে।
অন্যদিকে হুগলি জেলার আরামবাগ মহকুমা সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খানাকুল দু’নম্বর ব্লক। এরমধ্যে রূপনারায়ণের বাঁধ ভেঙ্গে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে খানাকুল দু’নম্বর ব্লক। জলতো নামেনি উল্টে নতুন করে জল ঢুকে পড়েছে খানাকুল ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি বিজনেস প্রাইম নিউজের পর্দায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন এর কাজে সক্রিয়ভাবে তদারকি করতে।
প্রশাসন ও দুই জেলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে ত্রাণ ও উদ্ধারের কাজ। খানাকুলে ইতিমধ্যেই জলে আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য নামানো হয়েছে বায়ু সেনাকে। শুরু হয়েছে এয়ারলিফটিংয়ের কাজ।
অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ