Daily

একদিকে অতিমারির ভয়াল রূপ, অন্যদিকে হাসপাতালের করুন চিত্র চিন্তার ভাঁজ ফেলেছে আপামর দেশবাসীর কপালেই। এমতপরিস্থিতিতে রাজ্য সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য নিয়ে আসল স্বস্তির খবর।
কলকাতার সল্টলেকের আমরি হাসপাতাল ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাস হোস্টেল সেজে উঠছে নতুন সাজে। আগামী সপ্তাহের শেষের দিকেই করোনা আক্রান্ত রোগীদের জন্য এখানে শুরু হতে চলেছে স্যাটেলাইট সেন্টার। ২৫০ টি বেডের এই স্যাটেলাইট সেন্টার প্রাথমিক ভাবে ৮০ টি বেড নিয়ে যাত্রা শুরু করছহে।
এই স্যাটেলাইট সেন্টারে মধ্যে পুরুষ ও মহিলা রোগীদের জন্য আলাদা আলাদা বেডের ব্যাবস্থ করা হয়েছে। থাকছে অক্সিজেনের সুব্যবস্থাও।তবে, এখনই এখানে কোন এইচডিইউ বা আইসিইউ বেড থাকছে না।
মানস চৌধুরী, সল্টলেক