Daily

করোনার আবহে দেশের অর্থনৈতিক পরিকাঠামো একেবারেই ভেঙে পড়ে। আর্থিক অবস্থার বেহাল ছবিটা প্রকাশ্যে আসার পর দেশকে ঘুরে দাঁড় করাতে চ্যালেঞ্জ নিয়েছিল মোদী ক্যাবিনেট। তারপর অবশ্য দেশে করোনার আতঙ্কের পারদ ক্রমশ কমতে শুরু করলে ফের স্বাভাবিক হতে থাকে অর্থনীতির চাকা। অবশেষে কেন্দ্র ঘোষণা করে, শনির দশা কাটিয়ে দেশের বাজার আবারো ঘুরে দাঁড়াচ্ছে। আর ঠিক এমন সময়েই তাল কাটলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র।
স্পষ্ট জানিয়ে দিলেন, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এখনো দেশকে পঙ্গু করে রেখেছে। অমিত মিত্র টুইট করে জানিয়েছেন, দেশে নভেম্বরে মূল্যবৃদ্ধি ১৪.২ শতাংশে পৌঁছয়। যা কার্যত রেকর্ড তৈরি করে। একইসঙ্গে বেকারত্ব বেড়েছে ১০.৪৮ শতাংশ। এই হিসেবে দেশের আর্থিক প্রগতি যে বেশ কিছুটা হোঁচট খেয়েই রয়েছে, তা কার্যত পরিষ্কার হল অমিত মিত্রের তুলে ধরা টুইটে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দাবি করেছেন বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশগুলির মধ্যে সবথেকে বেশি এগিয়ে রয়েছে ভারত। কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কার্যত আঙুল দিয়ে দেখালেন অমিত মিত্র। যে তথ্য তিনি তুলে ধরলেন তা মোদী-মমতার দ্বৈরথকে আরো কিছুটা উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ব্যুরো রিপোর্ট