Daily

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জোড় তাগাদা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার জন্য এই তাগাদা দেওয়া হয়েছে বলে অমিত মিত্র জানিয়েছেন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী সীতারামনকে একটু কড়া চিঠি দিয়েই জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার কথা মনে করিয়ে দেন রাজ্যের এই বর্ষীয়ান মন্ত্রী।
অমিত মিত্র জানিয়েছেন, নিয়মমাফিক তিন মাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। কিন্তু সেই প্রথা লঙ্ঘিত হয়েছে পরপর দু’বার। কারণ শেষ বৈঠক হয়েছিল ২০২০ সালের ৫ অক্টোবর। তারপর আর কোন বৈঠক হয়নি।
অমিত মিত্র চিঠিতে জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কারণে রাজ্যগুলির আর্থিক অবস্থা একেবারে দুর্বল। সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে অবশ্যই আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করছেন অমিত মিত্র। ভার্চুয়ালি বৈঠক করে কিভাবে রাজ্যের অর্থনৈতিক মেরুদন্ড আরও শক্ত করা যায় সেই নিয়েই চিঠি তলব করেছেন তিনি।
ব্যুরো রিপোর্ট