Daily

উচ্চশিক্ষার জন্য ভারতের অনেক ছাত্রছাত্রীই মুকিয়ে থাকেন আমেরিকা যাওয়ার জন্য। তবে করোনা পরিস্থিটিতে যেহেতু আন্তর্জাতিক সংযোগ প্রায় বন্ধ তাই ভিসা মিলছিলো না এতদিন। তবে রবিবার এক আমেরিকান কূটনীতিক জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের বৈধভাবে স্বাগত জানাতে তৎপর আমেরিকা। তাই জুলাই ও আগস্টে যাতে ভারতীয় শিক্ষার্থীরা আমেরিকায় যাওয়ার জন্য ভিসা পান সেই আবেদন নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে আমেরিকা।
এ বিষয়ে মার্কিন দূতাবাসের মিনিস্টার কনস্যুলার ফর কনস্যুলার অ্যাফেয়ার্সের ডন হেফলিন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের দেশে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার প্রমাণপত্র প্রয়োজন হবে না। যাত্রা শুরুর ৭২ ঘন্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দিলেই চলবে। ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
কিছুফিন আগেই মার্কিন বিশ্ববিদ্যালয় গুলি জানায় কোনো পড়ুয়া যদি কো ভ্যাকসিন বা স্পুটনিক ভি নিয়ে থাকেন তবে তাদের হু অনুমোদিত ভ্যাকসিন নেয়া আবশ্যক। কারণ এই সব ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা সম্পর্কে তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। পরবর্তী সেমিস্টারের আগেই টিকা নেয়ার পরামর্শ দেয় বিশ্ববিদ্যালয়গুলো। যদিও হেফলিনের কোনো মন্তব্য এবিষয়ে শোনা যায় নি।
ব্যুরো রিপোর্ট